বুনাগাতী গনগ্রন্থাগার
ডাকঘরঃ বুনাগাতী উপজেলাঃ শালিখা জেলাঃ মাগুরা। ।
মোবাইল নং-
সর্বস্তরের মানুষেরঅবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্রাক পরিচালিত বুনাগাতী গনগ্রন্থাগার কর্মসূচীর মাধ্যমে সমাজের শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে ২০০৪ইং সাল থেকে কাজ শুরু করেছে। এ পাঠাগার কর্মসূচীটি বিগত সময়ে আর্থিক সংকটের কারণে ঘরোয়া ভাবে পরিচালনাধীন ছিল। ১জানুয়ারী ২০০৪ইং হইতে কার্যক্রম নিয়মিত ভাবে পরিচালনা করা হচ্ছে। তাই বই প্রেমী এবং সকল শ্রেণী ও পেশার মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি -যে কোন ধরনের ইতিহাস, প্রবন্ধ, উপন্যাস, ধর্মীয় বই-পত্রাদি অত্র পাঠাগারে সহায়তা পূর্বক এ প্রতিষ্ঠানকে শক্তিশালী করে গড়ে তুলুন। আপনার একটি বইয়ের মাধ্যমে জ্ঞান-ভান্ডার খুলে দেবে হাজারো মানুষের, গড়ে উঠবে শিক্ষা সমৃদ্ধ একটি দেশ।
বাস্তবায়নাধীন কর্মসূচীঃ
যোগাযোগের ঠিকানা-
বুনাগাতী আমজাদ আলী মাধ্যমিক বিদ্যালয়
বুনাগাতী, শালিখা, মাগুরা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS